|
---|
সেখ সামসুদ্দিন, ১ জুলাইঃ পঞ্চায়েত ভোটকে সামনে রেখে প্রচার তুঙ্গে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের। আজ জোতশ্রীরাম অঞ্চলে দলীয় পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের সমর্থনে একটি মিছিল ও মিছিল শেষে একটি জনসভা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি (বিদায়ী) ভূতনাথ মালিক, অঞ্চল সভাপতি তপন দে, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, বিশিষ্ট ব্লক নেতা শুভ্রনীল চৌধুরী সহ সকল প্রার্থীরা। মিছিল এবং নির্বাচনী সভায় প্রচুর পরিমাণে মানুষ অংশ নেন। মেহেমুদ খান বলেন এত লোকের সমাবেশই বলে দিচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জোতশ্রীরাম অঞ্চলের ফলাফল কি হতে চলেছে। তিনি উপস্থিত সকলকে উন্নয়নের পক্ষে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার কথা বলেন।