সিংহলিদের হুংকার অব্যাহত, জিম্বাবয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে 

নিজস্ব সংবাদদাতা : ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের চূড়ান্ত পর্যায়ে উঠতে ব্যর্থ হলেও, শ্রীলংকানরা তাদের দাপট অব্যাহত রাখল। জিম্বাবয়েকে হেলায় হারিয়ে

    বিশ্বকাপের মূল পর্বে উঠে পড়ল তারা।

     

     

    শ্রীলংকান বোলারদের সামনে জিম্বাবয়ে ব্যাটসম্যানরা মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাত্র ১৬৫ রানে তাদের ইনিংস শেষ হয়ে যায়। এরপর শ্রীলংকা ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে প্রয়োজন রান তুলে নেয়। ১০১ রান করেন নিশঙ্কা। তবে জিম্বাবয়ের আরেকটি সুযোগ থাকলো। আগামী সপ্তাহে রয়েছে তাদের সাথে স্কটল্যান্ডের খেলা। স্কটল্যান্ডকে হারাতে পারলেই মূল পর্বে যাওয়ার ছাড়পত্র মিলবে জিম্বাবয়ের।