অনবদ্য গুরপ্রীত, লেবাননকে হারিয়ে সাফ কাপের ফাইনালে ভারত

নিজস্ব সংবাদদাতা : ত্রাতার ভূমিকায় ভারতীয় গোলকিপার গোল গুরপ্রীত সিং সান্ধু, তার দুর্দান্ত গোল কিপিং এর জন্য ভারত লেবাননকে হারিয়ে ফাইনালে প্রবেশ করলো।

     

    শনিবার রাতে সাফ কাপে ভারত সেমিফাইনাল খেলতে নেমেছিল লেবাননের বিরুদ্ধে। ফিফার ক্র্ম তালিকায় লেবানন সব থেকে উপরে রয়েছে সাফ কাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে থেকে। তাই ভারতকে যে যথেষ্ট কসরত করতে হবে সেমিফাইনালে অনেকেই আগেভাগে ভেবে নিয়েছিলেন।

     

     

    খেলা শুরু থেকেই ভারতীয় ফুটবলাররা খুব একটা ছন্দে ছিল না। তবে খেলার বয়স বাড়তে থাকলে তাদের আক্রমণের পরিধি বাড়াতে থাকে। একাধিকবার বল লক্ষ্যভ্রষ্ট হয়, সুনীল ছেত্রী একটি সহজ সুযোগ মিস করেন। যার কারনে নির্ধারিত সময় খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। খেলা টাইব্রেকারে গড়ায়, লেবাননের প্রথম নেওয়ার শর্ট অসাধারন দক্ষতায় সেভ করেন গুর প্রীত সিং। ভারতীয় ফুটবলাররা চারটি পেনাল্টি শুট সঠিকভাবে লক্ষ্যে রাখেন। লেবানন আরো একটি পেনাল্টি শুট লক্ষ্যভ্রষ্ট করে। যার ফলে ভারত ৪-২ গোলের ব্যবধানে লেবাননকে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালে চলে গেল।