নিজাম ক্রিকেট লিগে হাজির সম্বরণ ব্যানার্জী

নতুন গতি, কলকাতা: নিজাম ক্লিনিক পরিচালনায় তপসিয়ার অর্কিড এরিনায় আয়োজিত হয়েছিল ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি। “Nizam’s Clinic” আয়োজিত এই টুর্নামেন্ট এ ২টি গ্রুপে মোট ৮টি দল অংশ গ্রহণ করে। প্রতি বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শকদের জন্য ও আকর্ষণীয় কিছু প্রতিযোগিতার আয়োজন ছিল। দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মত।

    এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জী। এই টুর্নামেন্টে উপস্থিত হতে পেরে তিনি গর্ববোধ করেন। তিনি আরও বলেন, ডক্টরদের এই আয়োজন আমার মনে থাকবে। এমন আয়োজন আরও বেশি বেশি হওয়ার কামনা করেন।

    নিজাম ক্লিনিকের উদ্যোগে এই ক্রীড়া সংস্কৃতিক , অনুষ্ঠান অষ্টম বছরে পা দিল। সারা বছর কর্মব্যস্ততার মধ্যে কাটে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের, মানুষের সেবায় তারা সারা বছর আত্ম নিয়োজিত থাকেন ফলে পরিবার বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পরিসর হয়ে ওঠে না বিষয়গুলোকে মাথায় রেখে নিজাম ক্লিনিকের কর্ণধার এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর আসিফ নিজাম দীর্ঘদিন ধরে এই বাৎসরিক সমাবর্তন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। ফলে চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন জেলার বিশিষ্ট মানুষেরা উপস্থিত হন এই একদিনের কর্মসূচিতে। তারাও অংশগ্রহণ করেন এই সমাবর্তন কর্মসূচির বিশেষ আকর্ষণ টুর্নামেন্ট সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে। সঙ্গে তাদের পরিবার-পরিজন সকলে একত্রিত হয়ে একটি আনন্দমুখর উদযাপন করেন। যা চিকিৎসা এবং স্বাস্থ্যপরিসেবার সঙ্গে যুক্ত থাকা প্রত্যেকের কাছে এক বিশেষ পাওয়া বলে তারা মনে করেন। ডক্টর আসিফ মিজাম বলেন ” দীর্ঘ আট বছর ধরে তিনি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার উদ্দেশ্য বিরামহীন চিকিৎসা পরিষেবার মাঝে চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদ ও তাদের পরিবারদের নিয়ে আনন্দ উপভোগ করা এবং তাদের মানসিক চাপ মুক্তির প্রাঙ্গণ হিসেবে গড়ে তোলা, এবং আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে যাব”। নিজাম ক্লিনিক এবং ডক্টর আসিফ নিজাম এর উদ্যোগকে সফল করতে এগিয়ে এসেছেন তার স্ত্রী মালিহা ফাতেমা। ডাক্তার নিজাম চিকিৎসার কাজে থাকলেও তার সারা বছরব্যাপী এই কর্মসূচি গুলি বাস্তবায়ন করতে বিশেষ ভূমিকা রেখেছেন তার স্ত্রী, সারা বছরব্যাপী সমস্ত কর্মসূচি এবং এই বাৎসরিক অনুষ্ঠানের সমস্ত আয়োজন খুঁটিনাটি বিষয় নখদর্পনে দেখেছেন এবং তাদের মিলিত সহযোগিতায় এক দৃষ্টান্ত স্বরূপ কর্মসূচি বাস্তবায়নে বিশ্বাসবাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন মালিহা ফাতেমা।

    এছাড়াও নিজাম ক্লিনিক এর উদ্যোগে সারা বছর ধরে নানান ধরনের স্বাস্থ্যপরিসেবা মূলক কর্মসূচি নেওয়া হয়, বিনামূল্যে চক্ষু পরীক্ষা রক্তদান শিবির, বিনামূল্যে হেল্থ ক্যাম্প, ডক্টর আসিফ নেজাম ও তার নিজাম ক্লিনিকের উদ্যোগে রাজ্য জুড়ে চলতে থাকে এই মহৎ চিকিৎসা পরিষেবার কর্মসূচি। বছর শেষে এই বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জেলার চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের কাছে বিশেষ আকর্ষণ, এবং ডক্টর আসিফ নিজান ও নিজাম ক্লিনিকের মহৎ উদ্যোগ মনের মানুষের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে এবং দৃষ্টান্ত স্থাপন করেছে।