৫৩ বছর পর ইউরো কাপ জিতলো ইতালি, ৫৫ বছরের ইতিহাসে আন্তর্জাতিক ট্রফি জিততে পারলো না ইংল্যান্ড

নতুন গতি, ওয়েব ডেস্ক : রুদ্ধশ্বাস ফাইনালে ইতালির কাছে পরাস্ত ইংল্যান্ড, ৫৩ বছর পর কাপ আজুরিদের। ম্যাচের প্রথম মিনিট থেকেই দুই দলের মধ্যে কড়া সংঘর্ষ শুরু হয়। প্রথমেই আক্রমণে ওঠা ইতালি নিজেদের রক্ষণভাগকে গোছাতে খানিকটা সময় নিয়ে নেয়। সেই সুযোগে ঝড়ের মতো প্রতি আক্রমণে উঠে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন ডিফেন্ডার লুক শ। ম্যাচের ১.৫৭ মিনিটের মাথায় গোল করে ইতিহাস রচনা করেছেন লুক। হয়ে গিয়েছেন ইউরো কাপ ফাইনালের দ্রুততম গোলদাতা।

     

    উল্লেখ্য ১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ চ্যাম্পিয়ান হয়েছিল ইতালি। ফলে ৫৩ বছর পর দ্বিতীয় ইউরো কাপের ফাইনালে পৌঁছে আরও একবার নিজেদের প্রমাণ করার মঞ্চ পেয়ে গিয়েছিলেন আজুরিরা। অন্যদিকে ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর থেকে ৫৫ বছর কোনও আন্তর্জাতিক ট্রফি জয়ের হাতছানিতে সাড়া দিতে পারেনি ব্রিটিশরা। ১৯৬০ সাল থেকে শুরু হওয়া ইউরো কাপের (একদা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ) সেমিফাইনালে একাধিকবার ওঠার সুযোগ পেলেও ফাইনালে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। ট্রফি জয় তো দুরস্ত। তার ওপর গত ইউরো কাপে রাউন্ড অফ সিক্সটিন থেকে ব্রিটিশদের ছিটকে যাওয়াটা সে দেশের ফুটবল প্রেমীদের কাছে ছিল বড় ধাক্কা। ফলে এবারের ইউরো কাপ ইংল্যান্ডের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন ফুটবল প্রেমীরা। একই সঙ্গে প্রথমবার ইউরো কাপের ফাইনালে পৌঁছেও ইতিহাস রচনা করেন হ্যারি কেন, রাহিম স্টারলিংরা।

     

    এহেন পরিস্থিতিতে ঘরের মাঠে হাই-ভোল্টেজ ম্যাচে গোলের ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। অন্যদিকে একাধিকবার গোল শোধ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেও কোথাও যেন ইতালির সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছিল। আক্রমণ ও প্রতি আক্রমণ নির্ভর হাড্ডাহাড্ডি ইউরো ফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকেন হ্যারি কেনরা।

     

    দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসার আরও মরিয়া চেষ্টা চালায় ইতালি। আজুরিদের আক্রমণের ঝড় সামাল দিতে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ড ডিফেন্স। খানিকটা ব্যাকফুটে চলে যাওয়া ইংল্যান্ড প্রতি আক্রমণে উঠে বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেললেও লাভের লাভ হয়নি। আরও এক পরিকল্পিত আক্রমণের ফলস্বরূপ পায়ে জটলা থেকে গোল করে ইতালিকে ম্যাচে ফেরান লিওনার্দো বনুচি।