|
---|
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় সরকারের অত্যাবশ্যকীয় পণ্যদ্রব্যের ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের অন্যান্য জায়গার মত ধনিয়াখালি নিউ বাসস্ট্যান্ডের সামনে শনিবার ও রবিবার দুদিন ধরে গণঅবস্থান হয়ে গেল। অবস্থান কর্মসূচিতে উপস্থিত জনতার সামনে স্থানীয় বিধায়ক অসীমা পাত্র বলেন, পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অগ্নিমূল্য অথচ কেন্দ্রীয় সরকারের কোনো হুস নাই। এছাড়া কর্মসূচিতে বক্তব্য রাখেন সৌমেন ঘোষ, মহিবুল ইসলাম ,সুজয় মান্না , ঋতাঞ্জন দাস, সুব্রত ব্যানার্জি প্রমূখ।