কেতুগ্রামের বিধায়ক শেখ শা হ নেওয়াজ শিক্ষক দিবসের উদ্বোধন করলেন

লুতুব আলি : ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন শিক্ষকেরা বিভিন্নভাবে যুক্ত থাকেন সেই কারণেই পরে হলেও ঐতিহ্যপূর্ণ দিনটি কেতুগ্রামে মর্যাদার সঙ্গে স্মরণ করলেন কেতুগ্রাম পশ্চিম চক্রের শিক্ষক শিক্ষিকারা। এই চক্রের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানটি হয় কেতুগ্রাম ১নং ব্লকের সদভবনে। অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের দেশ ভক্তি ও তাঁর শিক্ষকতা জীবনের অবদানের দিকগুলি নিয়ে আলোকপাত করেন শেখ শাহ নেওয়াজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি শেখ আবু বক্কর। স্বাগত ভাষণ দেন সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক শেখ ইসরাইল। অনুষ্ঠানে কেতুগ্রাম চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে মনগ্রসংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেখ ইসরাইল জানান, শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তরুণ কুমার মুখার্জি সহকারি বিদ্যালয় পরিদর্শক নাজমুল হুদা, কেতুগ্রাম পশ্চিম চক্রের সভাপতি সুপিয়র রহমান, চক্রের জেলা প্রতিনিধি শোন কুমার মাঝি, সাধারণ সম্পাদক সুফল মাঝি, শিক্ষক সংগঠনের পক্ষে অনিমেষ গুপ্ত, সায়ন সাহা, সুজয় পাল, কেতুগ্রাম ১ নং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সুকান্ত রায় চৌধুরী প্রমুখ।