চাঁচলে অনুষ্ঠিত হল মালদা জেলা মাদ্রাসা গেমস এন্ড মিট,বন্ধের ডাকে অনুষ্ঠান ব্যাহত একদিন

উজির আলী, নতুন গতি, চাঁচল:সাড়ম্বরে অনুষ্ঠিত হল ১২ তম মালদা জেলা মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট। সোমবার দিন চাঁচল কলেজ মাঠে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়।

জয়ী প্রতিযোগিদের গলায় মেডেল ঝুলিয়ে দিচ্ছেন অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায়

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁচল মহকুমা শাসক সব্যসাচী রায়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচল অতিরিক্ত জেলা সমাহর্তা অরুন কুমার রায়, চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নুরুল ইসলাম, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ, চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সচিদানন্দ চক্রবর্তী,জেলা পরিষদের কৃষি সেচ ও সমাবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ চাঁচল মহকুমার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা।
মাদ্রাসা ক্রীড়া মঞ্চে আমন্ত্রিত অতিথি গন: ছবিটি তুলছেন উজির আলী                                                                    উল্লেখ্য, কয়েক বছর ধরে মালদা জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয়ে আসছে মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস। তাই এবারে চাঁচল কলেজ মাঠে এই গেমস স্পোর্টস এর আয়োজন করা হয়।                                                            এই স্পোর্টসে জেলার ৮২ টি মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন বলে খবর। খেলায় মোট দুটি বিভাগ রয়েছে,খেলাধুলা এবং শরীরচর্চা। আজ এবং আগামীকাল চলবে শরীরচর্চা।   গত কাল চলবে গেমস মিট এদিনের এই প্রতিযোগিতায় মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা লং জাম্প-হাই জাম্প, দৌড়,জিবন্যাষ্টিক এ অংশগ্রহণ করেন। খেলাশেষে মহাকুমা শাসক সব্যসাচী রায় ও অতিরিক্ত জেলা শাসক অরুন কুমার রায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া প্রতিযোগীদের হাতে মেডেল ট্রফি ও শংসাপত্র তুলে দেন।

শরীরচর্চা

ক্রীড়া উদ্ভোদনে নৃত্য পরিবেশনে পড়ুয়ারা: ছবি উজির আলী

এবিষয়ে মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির সহকারি সম্পাদক তারিক আনোয়ার জানান, ১২ তম মালদা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো আজ। এই প্রতিযোগিতায় জেলার ৪৬টি মাদ্রাসার ছাত্র ছাত্রীরা অংশ নেয়। তিনদিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ০৮ জানুয়ারী বন্ধের জন্য আমরা দুদিন এই প্রতিযোগিতা উদ্যোগ নিয়েছি।