|
---|
নতুন গতি, নিউজ ডেস্ক : ৭ই ডিসেম্বর : আজ ৭ই ডিসেম্বর দুপুর অনুমান ১-১/২ টার সময় ইসলামপুর মহকুমার অন্তর্গত চাকুলিয়া থানার বড় শিকারপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও ঈদগাহের কাছ চাকুলিয়া মজলিশপুর পাকা রাস্তার উপরে একটি পাট বোঝায় ট্রাক্টরে আগুন লেগে ৬৮ কুইন্টাল শুকনো পাট জ্বলে ছাই হয়ে গেছে। ঘটনার বিবরণে পাটের মালিক বালিগুড়া গ্রামের মজিবুল রহমান জানিয়েছেন আজ দুপুর এক থেকে দেড়টার সময় ড্রাইভার আনোয়ার আলাম তার ট্রাক্টরে করে আমার আটষট্টি কুইন্টাল পাট চাকুলিয়া থেকে কিশানগঞ্জ নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে কে বা কারা পিছন দিক থেকে পাঠে আগুন দিয়ে দেয়। বড় শিকারপুর ফ্রী প্রাইমারী স্কুলের নিকটে গাড়ি পৌছিলে আশেপাশের লোকজন দেখে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ড্রাইভার অবস্থা বেগতিক দেখে ফাঁকা জায়গায় গাড়ি সাইড করে ঈদগাহের কাছে পাট গুলি পাল্টি করে দেয়। সেখানে আগুন নেভানোর কোন ব্যবস্থা না থাকায় চাকুলিয়া থানায় খবর দেওয়া হয়। ডালখোলা থেকে ফায়ার সার্ভিস এর লোকেরা বিকেল চারটায় ঘটনাস্থলে পৌছে অবশিষ্ট আগুন নেভানোর ব্যবস্থা করে। ডালখোলা ফায়ার সার্ভিস এর সাব অফিসার অভিরান ঘোষ জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই আমরা রওনা দিয়েছি। কিন্তু রাস্তা জ্যাম এবং কিছু গাড়িচালক আমাদের সাইড না দেওয়ার ফলে চল্লিশ কিলোমিটার রাস্তা পেরিয়ে আসতে এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে। এবিষয়ে বিশিষ্ট সাংবাদিক পিনাকী কর্মকার বলেন মানুষের মধ্যে স্ব-চেতনতার অভাব রয়েছে। এখানের কিছু যান চালক ট্রাফিক নিয়ম মানে না। কর্তৃপক্ষ এবিষয় ব্যবস্থা নিলে অনেক দূর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে। চাকুলিয়া থানার বড় বাবু পরান মন্ডল জানিয়েছেন আগুন লাগার কারন জানা যায়নি। আমরা খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস কে জানিছি। চাকুলিয়ার পুলিশ সেখানে উপস্থিত থেকে আগুন নেভানোর ব্যবস্থা করেছে।