চলতে শুরু করেছে একাধিক ক্ষুদ্র যাত্রীবাহী বাহন, স্বস্তি গালিমপুরের জনমনে

উজির আলী, নতুন গতি, চাঁচল:সোমবার থেকে দিনভর চাঁচল-গালিমপুর রূটের গ্রামীন সড়কে চরম দুর্ভোগের পর চলতে শুরু করেছে একাধিক যাত্রীবাহী গাড়ির চাকা।

    সূত্রের খবর এক দশক পূর্বে ওই রুটে চলত যাত্রীবাহী অটো। মাঝখানে রাস্তা বেহাল থাকাই ঢুকতে পারত না তারা। এ সপ্তাহেই শুরু হবে ওই বেহাল রাস্তার সংষ্কারক শিলান্যাস বলে খবর। তাই ভুডভুডির সাথে রমরমিয়ে চলছে অটো বাহন।

    দড়িয়াপুর ষ্ট্যান্ডের ব্যবসায়ী মোস্তাফিজুর রাজা জানান, সোমবার থেকে এই রুটে অটো চলতে শুরু করেছে। এতে করে ছাত্র-ছাত্রী,অফিসগামী যাত্রীসহ এলাকা বাসী সহজেই গন্তব্যে পৌঁছতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

    এদিন সরজমিন ঘুরে দেখা যায়, ওই রুটে পূর্বের চেয়ে তুলনামূলক ক্ষুদ্র পরিবহনের সংখ্যা অনেক বেড়েছে। তবে পুরোদমে গাড়ি চলাচল এখনও শুরু হয়নি। সড়ক সংষ্কারের অপেক্ষায় কিছুটা ফাঁকা রয়েছে।
    চাঁচল রাজীব মোড় অটো ইউনিয়নের সিক্রেটারী ফিরাজ খাঁন জানান, আমরা রাজীব মোড় থেকে আশাপুরের পাশাপাশি গালিমপুর রুটেও নির্ধারিত সময়ে গাড়ী ছাড়ছি।
    রাস্তা বেহাল অবস্থাকালীন ওই রাস্তায় ভুডভুডি ছিল একমাত্র ভরসা। গন্তব্য পৌছাতে দীর্ঘক্ষন অপেক্ষায় থাকত যাত্রীরা। এখন মুখে ফুটেছে হাসি ওই এলাকায়। সূত্রের খবর, ভুডভুডি ও অটো ইউনিয়ন একত্রে মিলে মিশে গালিমপুর রুটে যাত্রী পরিসেবা দিচ্ছেন।

    অটো পরিবহন রাস্তায় নামার ফলে মতিহারপুর জিপি এলাকা তার আসল চেহারা ফিরে পেয়েছে। বর্তমানে সাধারণ যাত্রীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও তার গন্তব্যের কাঙ্খিত গাড়িটি পাচ্ছেন।