|
---|
উজির আলী, নতুন গতি: ব্যাংকের তালা ভেঙে চুরির চেষ্টা চালাল একদল দুষ্কৃতীরা৷ মালদহের চাঁচল থানার গালিমপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ঘটনা শনিবার সকালে ব্যাংকের অপারেটর কাজে যোগ দিতে এসে দেখেন ব্যাংকের তালা ভাঙা ও দরজা খোলা৷ পুলিশে খবর দেওয়া হলে চাঁচল থানা থেকে পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছায়৷ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ৷ ব্যাংক থেকে কিছু নগদ অর্থ খোয়া গিয়েছে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে৷
ব্যাঙ্কের অপারেটর হাসান আলীর অভিযোগ, জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিরা। পরে মেন গেটের তালাটিও ভেঙে ফেলে। তবে যন্ত্রাংশের তেমন কিছু ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অফিস ঘরের টেবিল ভাঙা অবস্থায় রয়েছে জানিয়েছেন। চাঁচল থানার আইসি জানান, ঘটনার তদন্ত করা হচ্ছে।