”এই মুহূর্তে তাঁর বিকল্প বাঁকুড়ার আর কেউ নেই ” – মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, ইন্দাস : ” এই মুহূর্তে তাঁর বিকল্প বাঁকুড়ায় আর কেউ নেই। তাঁর শুন্য স্থান কোনদিনও পূরণ হবে না।শনিবার, বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাঁটাদিঘি গ্রামের মরহুম হজরত মাওলানা জাকারিয়া কাসেমীর বাড়িতে এসে একথা বললেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি বলেন, মরহুম হজরত মাওলানা জাকারিয়া চলে যাওয়ায় শুধু বাঁকুড়ার নয়, রাজ্য জমিয়তেরও বড়ো ক্ষতি হয়ে গেল। দীর্ঘ চল্লিশ বছর যাবত তিনি জমিয়তের সাথে যুক্ত থেকে জমিয়তের খেতমত করে গেছেন। তাই তাঁর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে পারলে তবেই তাঁর রূহ শান্তি পাবে। ” আগামী কিছু দিনের মধ্যেই কাঁটাদিঘি খালিলিয়া মাদ্রাসায় একটি দোয়ার মজলিস করা হবে বলে জানান তিনি। এদিন বেলা ১১ টা নাগাদ মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা সাহেব কাঁটাদিঘিতে এসে পৌঁছান। প্রথমেই তিনি বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম হজরত মাওলানা জাকারিয়া কাসেমীর কবর জিয়ারত করেন। তারপর বালিকা মাদ্রাসার মসজিদে দোয়ায় সামিল হন। দোয়া শেষে তিনি মরহুম হজরত মাওলানা জাকারিয়া কাসেমীর বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও ছেলেদের সঙ্গে স্বাক্ষাত করেন। সেখান থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওয়ানা দেন। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জমিয়ত কর্মী ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেখ আজফার হোসেন, উপপ্রধান ফারুক মেহতাব মিদ্দ্যা,মাও: আকিল, মাষ্টার মেহবুব সাহেব, মহাম্মদ ইউনাস,গোলাম আলী,আমির আলী মণ্ডল সহ বিশিষ্ট জন।