‘করোনা যাপন’ নামের বইয়ের প্রকাশ হলো বারুইপুরে

‘করোনা যাপন’ নামের বইয়ের প্রকাশ হলো বারুইপুরে

    সাকিব হাসান, বারুইপুর : এদিন বারুইপুর প্রেসক্লাবে বইটির উদ্বোধন করেন বারুইপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নারায়ন চন্দ্র রায়। মোট ১৬৭ টি পাতার এই বইটির সম্পাদনা করেছেন তরুণ রায় চৌধুরী।

    তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারণে লকডাউন মানুষের জীবন যাত্রা পাল্টে দিয়েছিল। মানুষের জীবনের ছন্দ পতন ঘটে ছিল। সেই সময়ে দেশের বিভিন্ন প্রান্তের এমনকি প্রবাসী বাঙালির আভিঞ্জতা জেনে সেই অভিজ্ঞতার কথা লেখা হয়েছে এই বইয়ে। এখানের বহু বিশিষ্ট মানুষের মানুষও তাঁদের অভিঞ্জতার কথা জানিয়েছেন এই বইতে। এমনকি কয়েক জন করোনা রোগিও তাঁদের অভিঞ্জতা শেয়ার করেছেন। বিখ্যাত চিত্র শিল্পী সমীর আইচ বইয়ে ছবি এঁকেছেন।

    সব মিলিয়ে বইটি ভবিষ্যত প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা বইয়ের সম্পাদকের। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ও সদস্যরা এবং স্বেচ্ছাসেবী সুবির ঘোষ সহ অন্যান্যরা।