বনগাঁ উত্তরে তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে রাস্তায় মহিলারা

বনগাঁ উত্তরে তৃণমূলের প্রার্থী বদলের দাবিতে রাস্তায় মহিলারা

     

     

     

     

     

    মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা :

    প্রার্থী বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলের। শুক্রবার জোড়াফুলের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই জেলায় জেলায় চলছে বিক্ষুব্ধদের কান্না, ক্ষোভ, বিক্ষোভ, আগুন, ভাঙচুর। কোন কোন জায়গায় আরাবুল ইসলামের মতো শাসকদলের ডাকাবুকো নেতারা টিকিট পাননি বলে শুরু করেছেন কান্না , ক্ষোভ ! আবার কোন কোন জায়গায় বর্তমান বিধায়করা বাদ পড়ায় তার অনুগামীদের পথ অবরোধ , বিক্ষোভ , আগুন । ফলে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে একদিকে ঘাসফুল শিবিরে ক্রমশ বাড়ছে বিক্ষোভের তীব্রতা , অন্যদিকে বিক্ষুব্ধদের ঘাসফুল ছেড়ে পদ্মফুলে নাম লেখানোর হিড়িক । সব মিলিয়ে কার্যত অস্বস্তিতে রাজ্যের শাসক শিবির । এমতাবস্থায় শাসকদলের অস্বস্তি আরও বাড়িয়ে বনগাঁ উত্তরে তৃণমূলের ঘোষিত প্রার্থীর বিরোধিতায় পথে নামলেন দলেরই মহিলা কর্মী সমর্থকরা । এই বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে শ্যামল রায়ের নাম ঘোষণা করেছেন দলনেত্রী । তারই প্রতিবাদে এবং প্রার্থী বদলের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামলেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা । মঙ্গলবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ – প্রতিবাদ জানান মহিলারা । বিক্ষুব্ধদের একটাই দাবি , স্থানীয় পৌরসভার প্রশাসক শংকর আঢ্যকে প্রার্থী করতে হবে । বহিরাগত শ্যামল রায়কে তারা প্রার্থী হিসেবে মানবেন না । বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শংকর আঢ্যের সমর্থনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে গোটা বিধানসভা এলাকা পায়ে হেঁটে পরিক্রমা করেন তৃণমূলের এই বিক্ষুব্ধ মহিলা কর্মী সমর্থকরা ।