হিঙ্গলগঞ্জ কলেজ বইমেলা

সুবিদ আলি মোল্লা, নতুন গতি: অতিমারি করোনাকালীন সময় থেকেই অনলাইনে বই পড়ার অভ্যাস যতটা তৈরি হয় ছাপার অক্ষরের বই পড়ার অভ্যাস ততটাই কমেছে। এই অবস্থায় ছাত্রছাত্রীদের বই মুখী করে তুলতে হিঙ্গলগঞ্জ কলেজের পক্ষ থেকে চার দিনের বইমেলার সূচনা হয় 9 অক্টোবর, ২০২৩ ,সোমবার। মেলা চলবে 12 ই অক্টোবর পর্যন্ত । কলেজের উদ্যোগে ও ডা: রঞ্জিত পাঁজা ফাউন্ডেশনের সহযোগিতায় বইমেলার উদ্বোধন করেন মহাবিদ্যালয় অধ্যক্ষ শেখ কামাল উদ্দিন। তিনি এই বইমেলা আয়োজনে সহায়তা করার জন্য ডঃ রঞ্জিত পাঁজা ফাউন্ডেশন কে অভিনন্দন জানান।
তিনি আরো জানান এই বইমেলা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রচন্ড আগ্রহ তৈরি হয়েছে। ছাত্র-ছাত্রীরা স্বাভাবিকভাবে একসঙ্গে এত বই দেখে আপ্লুত । প্রধান অতিথি ডাক্তার রঞ্জিত পাঁজা ফাউন্ডেশনের সভাপতি অজয় পাল
এই বইমেলা আয়োজনে জন্য কলেজ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানান এবং ছাত্র-ছাত্রীদের বই মুখী করে তোলার জন্য উৎসাহ দেন। তিনি আরো জানান ইতোমধ্যে দশটি বিদ্যালয় , চারটি আবাসন ও দুটি মহাবিদ্যালয়ে হিঙ্গলগঞ্জ ও বানিপুর মহিলা মহাবিদ্যালয়ে তারা এই বইমেলার আয়োজন করেছেন । আরো কয়েকটি আবাসনে বইমেলা করার ইচ্ছে আছে। বইমেলা উপলক্ষে স্থানীয় বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীদের নিয়ে দুদিন বই সংক্রান্ত প্রশ্ন উত্তর ও তাৎক্ষণিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই বইমেলার মোট ত্রিশটি প্রকাশনা সংস্থার বই এর স্টল ছিল।এছাড়াও কলেজের শিক্ষক-
শিক্ষিকাদের লেখা বই -এর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষিকা বনানি চৌধুরী ও ছাত্রী লাবনী মন্ডল । বইমেলায় উপস্থিত ছিলেন শামীম ভড় ,মহাব্বতুন্নেছা খাতুন, কিংকর মন্ডল, প্রশান্ত চক্রবর্তী ,তাপস দাস, সমরেশ সর্দার ,বিকাশ দাস প্রমূখ।