|
---|
আজিজুর রহমান, গলসি : পরিবেশ দুষণ কমানোর বার্তা নিয়ে পা এ হেঁটে লাদাখে পাড়ি দিচ্ছেন হুগলী জেলার চন্দননগরের যুবক প্রসেনজিৎ পাল ওরফে জিৎ। তিনি চন্দননগরের গৌরহাটি ঘাটের বাসিন্দা। গত ১ লা আগস্ট সকাল সাড়ে পাঁচটায় তিনি হাওড়া ব্রীজ থেকে পদযাত্রা শুরু করেছেন। এদিন বিকাল নাগাদ তাকে ২ নং জাতীয় সড়কের গলসির গলিগ্রামে দেখা যায়। প্রতিদিন ৩০ কিমি করে মোট ৯০ দিনে অর্থাৎ তিন মাসে লাদাখে পৌছানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। এই কয়দিন পথকে ভালবেসে পথকে নিজের গৃহ বানিয়ে ফেলেছেন জিৎ। পথেই খাবার ও পথই তার রাতের ঠিকানা। রাতে রাস্তার পাশের পেট্রোল পাম্পে বিশ্রাম নিয়ে পরদিনের যাত্রা শুরু করছেন তিনি। প্রসেনজিৎ জানিয়েছেন পরিবেশ দুষন কমানো ও লদাখে দেশের সেনাবাহিনীদের স্থল ঘুরে দেখতেই তিনি পা এ হেঁটে লাদাখে পাড়ি দিতে উদ্যোগ নিয়ে। তিনি বলেন, প্লাস্টিকের বিভিন্ন প্যাকেটের ব্যবহারে সমাজ দুষিত হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ভাবে জল ও বায়ু দুষন হচ্ছে। এতে সমাজের চরম ক্ষতি হচ্ছে। আমাদের উচিত প্লাস্টিক বর্জন করা। তার সাথে বায়ু ও জল দুষন কমানো। আর এই বার্তা দিতেই তিনি ২৫০০ কিমি পথ পাড়ি দিতে উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, প্রতিদিনই তিনি পথ চলতি মানুষকে তার বার্তা পৌছে দিচ্ছেন। তাছাড়া, দেশের সেনাবাহিনী লাদাখের মত জায়গায় থেকে দেশ পাহাড়া দিচ্ছেন। তিনি একজন বাঙালি হয়ে সেনাবাহিনীর সাথে আছেন। এই বার্তা তিনি লাদাখে গিয়ে সেনাবাহিনীর জাওয়ানদের পৌছে দিতে চান। তার পিঠে একটি ব্যাগ। সাথে ভারতের জাতীয় পতাকে। ব্যাগে প্রয়োজনীয় খাবার দাবার ও যাবতীয় সামগ্রী নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন। রাতে রাস্তায় পাশে থাকা পেট্রোল পাম্পে তিনি বিশ্রাম নিচ্ছেন। তারপর সকালে উঠে আবার তার গন্তব্যে পাড়ি দিচ্ছেন।