|
---|
সেখ সামসুদ্দিন : ৭ মার্চ, পূর্ব বর্ধমানের জামালপুরে এবারে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নয়টি। জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য প্রত্যেককে একটি গোলাপ ফুল ও একটি করে পেন দেওয়া হয়। ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি শাহাবউদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্রু মল্লিক, সাধারণ সম্পাদক সুমন দাস সহ অন্যান্যরা।