|
---|
২৬ মে : মালদা শহরের রথবাড়ি এলাকায় টোটো ধরপাকড় করার সময় একটি টোটো দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় জখম হলন টোটোর দুই মহিলা যাত্রী। বুধবার সকাল বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লকডাউন থাকায় সকাল দশটার পর থেকেই যানবাহন আটকাচ্ছিল পুলিশ। ওই সময় রথবাড়ি মোড় দিয়ে পার হচ্ছিল একটি টোটো। সেটিকে ট্রাফিক পুলিশ ধাওয়া করলে দ্রুতগতিতে রথবাড়ি পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে পালাতে যায় সেটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। ঘটনায় আহত দুই মহিলা যাত্রীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টোটো ও চালককে আটক করেছে পুলিশ ।