সিসিএফইউপি বিষয়ক কর্মশালা

সেখ সামসুদ্দিন, ৭ আগস্টঃ ন্যাশনাল এডুকেশন প্রোগ্রামের কারিকুলাম এন্ড ক্রেডিট ফার্মওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস্ (সিসিএফইউপি) বিষয়ক কর্মশালা করা হয়। মেমারি কলেজে এন ই পি টোয়েন্টি টোয়েন্টি পাঠক্রমে স্নাতক কোর্স ৪ বছরের চালু হল। এই চার বছরের কোর্স কিভাবে ছাত্র-ছাত্রীদের পড়ানো হবে বা অধ্যাপকরা কিভাবে ক্লাস করবেন এবং এই চার বছরের সিলেবাস নিয়ে মেমারি কলেজের শিক্ষা ও অশিক্ষা কর্মী সকলকে নিয়ে কর্মশালা করা হয়। এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তথা কলেজ সার্ভিস কমিশনের মেম্বার স্বপন কুমার পান, মেমারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ চক্রবর্তীর সভাপতিত্ব এদিনের কর্মশালা চলে। প্রথমেই প্রধান অতিথিকে বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালা শুরু হয়। অধ্যক্ষ জানান ইতিমধ্যে মেমারি কলেজে আড়াই হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়ে গেছে। এখনো বহু ছাত্র-ছাত্রী ওয়েটিং এ আছে, নতুন করে পোর্টাল খোলা হয়েছে। এর মধ্যে তিন বছরের স্থলে চার বছরের স্নাতক কোর্স সম্পূর্ণ নতুন ভাবে চালু হওয়ায় অধ্যাপক সহ নন টিচিং স্টাফদের দিশা দেখাতে এদিনের কর্মশালা আয়োজিত হয়।