|
---|
বিশেষ প্রতিবেদন, কলকাতা : পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নবনির্বাচিত সচিব অধ্যাপিকা ডঃ প্রিয়দর্শিনী মল্লিককে সংবর্ধনা প্রদান করেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। উল্লেখ্য সংসদের সদ্য প্রাক্তন শিক্ষা সচিব তাপস মুখোপাধ্যায়ের স্থলাভিসিক্ত বনমন্ত্রী কণ্যা প্রিয়দর্শিনী মল্লিক।সোমবার সংসদের মূল ভবন সল্টলেকের বিদ্যাসাগর ভবনে রাজ্য সভাপতি জনাব একেএম ফারহাদ এর উপস্থিতিতে ফুল, মানপত্র, মেমেন্টো সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য মনিরুল মোল্লা,অন্যতম নেতৃত্ব নূরুল হক,উঃ চব্বিশ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুতুব আক্তার,দঃ চব্বিশ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী চম্পক নাগ, প্রধান শিক্ষক মনজুর আহমেদ, হুগলি জেলার সৈয়দ নাসির কামার,হাওড়া বাকড়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক নামদার শেখ, প্রধান শিক্ষক ইমতিয়াজ হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলা সরদার, সওকাত হোসেন পিয়াদা, আব্দুল খালেক খান প্রমুখ।