|
---|
খান আরশাদ, বীরভূম : আসন্ন লোকসভা নির্ব্বাচনে সব দলের প্রার্থীই নিজের ঝুলিতে ভোট টানতে ব্যাস্ত। জনসভা ও বাড়ী বাড়ী প্রচার করার সাথে সাথে মন্দির-দরগায় গিয়েও ফুল প্রসাদ,সিন্নি চড়িয়ে আসছেন। উদ্দেশ্য একটাই হিন্দু মুসলিম সবার মন জয় করে ভোট আদায় করা। শুক্রবার তৃনমূল প্রার্থী শতাব্দী রায় বিভিন্ন মন্দিরে পূজো দেওয়ার সাথে সাথে পাথরচাপুড়ি দাতাবাবার মাজারে চাদর চড়ান।
শনিবার বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডলও প্রচারে বেরিয়ে পাথরচাপুড়ির দাতাবাবার মাজারে চাদর চড়ালেন। এরপর তিনি রাজনগরের পাতাডাঙ্গা ও তাঁতিপাড়া গ্রামে নির্ব্বাচনী প্রচার সারলেন। সঙ্গে ছিলেন বিজেপি নেতা কালোসনা মন্ডল, সামিউল আক্তার মিলন সহ আন্যান্যরা।