|
---|
নিজস্ব সংবাদদাতা :বেঙ্গল সাফারিতে জনপ্রিয় সাদা বাঘ কিকার।জনপ্রিয় বাঘ কিকাকে পছন্দ দর্শকদের।তবে কয়েকদিন ধরে ঠিকমত খাচ্ছিল না এই সাদা বাঘটি। ডাক্তার দেখানো হলে ডাক্তার জানান ঠান্ডা লেগে এই শরীর খারাপ।তাই হয়ত খাচ্ছিল না। না খাবার কারনে অনেকটাই দুর্বল হয়ে পড়ছিল কিকা।ডাক্তার জানালেন একটু সময় লাগবে।তবে আজকে অনেকটাই সুস্থ সে। বাইরে এসে দর্শকদের মনোরঞ্জন করেছে কিকা।তবে আগের মত না হলেও কিকাকে দেখে খুশী সবাই।কারন এই বেঙ্গল সাফারিতে জনপ্রিয়দের তালিকায় কিকা প্রথম সারিতে। তাকে পুরানো ফর্মে পেয়ে খুশী জঙ্গল সাফারির কর্মী থেকে দর্শক সবাই। ডাক্তার জানিয়েছে একটু বিশ্রাম এবং ঠিকমতো খাওয়া শুরু করে দিলে সামনের সপ্তাহ থেকে কিকা আবার পুরানো ফর্মে ফিরবে।