|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি থেকে নকশালবাড়ি দূরত্ব খুব একটা বেশি নয়, শিলিগুড়ি থেকে বাগডোগরা হয়ে নকশালবাড়ি পৌঁছতে ঘন্টাখানে লাগে। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন দাবি ছিল নকশাল বাড়িতে কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্টপেজ হোক। অবশেষে সেই দাবি পূরণ হলো।এবার থেকে নকশালবাড়ি স্টেশনেও স্টপেজ দেবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আজ থেকেই চালু হয়েছে পরিষেবা।
উত্তরবঙ্গের মানুষদের কাছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস একটি গুরুত্বপূর্ণ ট্রেন। শিয়ালদা গামী এই ট্রেন আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করে। এই পর্যন্ত
আলিপুরদুয়ার থেকে শিয়ালদা গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন নকশালবাড়ি স্টেশনের উপর দিয়ে চলাচল করতো,তবে এতদিন কোনো স্টপেজ ছিল না। এলাকার মানুষের দাবি ছিল, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের নকশালবাড়িতে স্টপেজ দেওয়া হোক। সেই দাবি মেনে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের নকশালবাড়ি স্টেশনে স্টপেজ দেওয়া শুরু হলো। এদিন সকালে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উপস্থিতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, তাঁর উপস্থিতিতে রেলের ঘটা করে অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান সমাপ্ত হলে যাত্রা শুরু করে। রেল সূত্রে খবর মিলছে শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস নকশালবাড়িতে এসে পৌঁছানোর পর সেখানে দু মিনিট স্টপেজ দেয়। তারপর সবুজ পতাকা দেখিয়ে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।