পুলিশ আধিকারিকদের হাতে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক মাল্টিভিটামিন তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা

নতুন গতি নিউজ ডেস্কঃ করোণা মোকাবিলায় লকডাউন পরিস্থিতির মধ্যে রাতদিন এক করে কাজ করে চলেছে পুলিশ অফিসার, কর্মীরা । তাঁদের শারীরিক সুস্থতার দিকে লক্ষ্য রেখেই মালদার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মাস্ক, স্যানিটাইজার এবং মাল্টিভিটামিন ট্যাবলেট বিলি করা হলো। শুক্রবার দুপুরে ইংরেজবাজার থানার সমস্ত পুলিশকর্মী , অফিসারদের এই সামগ্রী বিলি করা হয় ওই সংস্থার পক্ষ থেকে। পরবর্তীতে জেলার অন্যান্য থানার অফিসার , কর্মীদের একইভাবে মাস্ক, স্যানিটাইজার এবং ভিটামিন ট্যাবলেট বিলি করা হবে।

    “নবদিগন্ত” নামক ওই সংস্থার সভাপতি দেবজ্যোতি দত্ত জানিয়েছেন, করোণি মোকাবিলায় রাতদিন এক করে পুলিশ অফিসার, কর্মীরা কাজ করছেন । মানুষ বাড়িতে ঘরবন্দি থাকলেও , বিশ্রামের মধ্যেই রয়েছেন। কিন্তু পুলিশের বিশ্রাম নেওয়ার কোনো অবকাশ নেই। সাধারণ মানুষের স্বার্থের দিকে তাকিয়ে রাস্তায় নেমে পুলিশকে নিয়মিত নজরদারি চালাতে হচ্ছে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে থানাগুলিতেও নানান ধরনের মানুষ অভিযোগ জানাতে আসছেন। সেক্ষেত্রে পুলিশকে সেইসব মানুষদের সঙ্গে মেলামেশা করতে হচ্ছে। এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই , ইংরেজবাজার থানার পুলিশ , অফিসার কর্মীদের মাস্ক,  স্যানিটাইজার এবং মাল্টিভিটামিন ট্যাবলেট এদিন বিলি করা হয়েছে। আগামী দিনেও জেলার বিভিন্ন থানাগুলিতে এই ধরনের কর্মসূচি পালন করা হবে।