|
---|
নিজস্ব সংবাদদাতা :উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা কেমন রয়েছে? কি অবস্থায় আছেন রোগীরা? তাদের খোঁজ খবর নেওয়ার জন্য এই পরিদর্শন। প্রসঙ্গত তিনি যাবতীয় পরিষেবা ঘুরে দেখবার পড়ে কথা বলেন রোগী ও তাদের পরিবারের সাথে কথা বলেন। এদিন সকালে আচমকাই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যাওয়ার কথা ভাবেন । উল্লেখ্য পরিকল্পনা মাফিক কাজ । এদিন আরো উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন। এছাড়া জেলা বিজেপির নেতা কর্মী গন। সূত্র খবর, তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন, রোগী ও তাদের পরিবারের সাথে কথা বলেন। এছাড়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনা সারেন । বর্তমানে হাসপাতালের পরিস্থিতি কি অবস্থায় আছে ,রোগীরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন কি না যাবতীয় বিষয় খতিয়ে দেখেন তিনি ।