|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: ২৩ শে জুন ২০২০ রথযাত্রার পুণ্য লগ্নে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদারের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা ও আই. এম. এ. মালদার সহযোগিতায় আই .এম এ. ভবনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক ভূপেন্দ্র নাথ হালদার, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদার সম্পাদক নিরঞ্জন প্রামানিক, ঐকান্তিক মাতৃ মন্ডলীর সদস্য কৃষ্ণা সরকার প্রমূখ। করোনার আতঙ্ক এবং আজ বৃষ্টির মধ্যেও ২০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংকট ময় মুহূর্তে রক্তদান করার জন্য সকলকে ধন্যবাদ জানান ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা মহাশয়।