লকডাউনের ছুটিতে বাড়িতে কলেজ ছাত্রী, সুযোগে প্রসূতিকে দিলেন বিরল রক্ত

উজির আলী, নতুন গতি, চাঁচল: করোনায় রাজ‍্য জুড়ে ছুটি রয়েছে স্কুল কলেজ সহ সমস্ত প্রতিষ্ঠানগুলি। আর ঘোষনা লকডাউনে কলেজ ছুটিতে বাড়িতেই রয়েছেন সবনাম সরফরাজ। আর সেই ছুটিতেই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক প্রসূতি কে বিরল প্রজাতির রক্ত দিয়ে মানবিক নজর কাড়লেন সবনাম। হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গর্ভধারন যন্ত্রণায় পরিবারের তরফে হাসপাতালে ভর্তি করানো হয় লাকি খাতুনকে(৩০) বাড়ি চাঁচল ২ নং ব্লকের ভাকরি জিপির সাহুরগাছি গ্রামে।
স্বামী মহম্মদ ইসলাম জানান, স্ত্রীর গর্ভধারনে রক্তে অভাব রয়েছে চিকিৎসকরা জানায়। হন‍্য হয়ে বিরল রক্ত (A-) তল্লাশি চালায় সর্বত্রই।
তবে এলাকায় বহু স্বেচ্ছাসেবী রক্ত জোগানে এগিয়ে আসেন বলে জানতে পারে ইসলাম।

    যোগাযোগ করা চাঁচলের পাওয়ার অফ্ হিউম‍্যানিটির সদস‍্য সৌম‍্যশ্রী সাহা ও মুস্তাকিমের সাথে। তারাই সবনামকে রক্ত দেওয়ার জন‍্য অনুরোধ করে বলে খবর।
    সবনাম না করেনি সংস্থার অনুরোধে। এদিন দুপুরে ওই প্রসূতি ১ ইউনিট রক্ত দিয়ে সঙ্কটজনক থেকে মুক্তি দেয় প্রসূতিকে।
    পাওয়ার অফ্ হিউম‍্যানিটির পরিচালক মিজানুর ইসলাম জানায়, সবনাম চাঁচলের আজাদপল্লীর বাসিন্দা। বর্তমানে তিনি কলকাতার বঙ্গবাসী কলেজে পাঠরত। লকডাউনে ছুটিতে বাড়িতেই ছিল সে।
    এবিষয়ে সবনাম বলেন, সঙ্কটজনক মুহুর্তে মানুষের পাশে দাড়ানো একটা মানবিক কর্তব‍্য মনে করি। ছুটিতে এই মানব সেবার সুযোগ পেয়ে হাতছাড়া করলাম না। হাসপাতাল সূত্রের খবর প্রসূতি এদিনই কন‍্যা সন্তান প্রসব করেছেন। এবং মা-মেয়ে দূজনেই বর্তমানে সুস্থ রয়েছেন।