রঘুনাথগঞ্জ ২ ব্লক কৃষি দপ্তরে সার বিক্রেতাদের বিক্ষোভ প্রদর্শন

আব্দুস সামাদ, জঙ্গিপুর: মঙ্গলবার বিকেলে, রঘুনাথগঞ্জে কৃষিকাজে ব্যাবহৃত সার, বীজ সহ প্রয়োজনীয় কীটনাশক নায্য মূল্যে ক্রয় ও বিক্রয়ের দাবিতে কৃষি সহকারী অধিকর্তার অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এদিন এলাকার বেশ কয়েকজন সার বিক্রেতা বিক্ষোবে অংশ নেয়। পরে ব্লক কৃষি দপ্তরে স্মারকলিপিও জমা দেয় তাঁরা।

    বিক্রেতাদের অভিযোগ সার ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চাইতে অধিক দামে মাল ক্রয় করতে হয়। অথচ কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বাইরে দাম নেওয়া হলে প্রশাসন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কৃষি কাজে ব্যবহৃত সমস্ত রকম প্রয়োজনীয় দ্রব্য বিক্রি বন্ধ করে দেয়। এর ফলে এলাকার কয়েক হাজার কৃষক ব্যাপক সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর সুরাহা না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুমকি দেয় তারা। এবিষয়ে, রঘুনাথগঞ্জ ২ ব্লক সহ কৃষি অধিকর্তা অমৃত কুমার হাসদা বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। এলাকার কৃষকরা যাতে সমস্যায় না পড়ে সেদিকেও নজর রাখা হবে।