নিজস্ব প্রতিবেদক:-রাস্তায় পড়েনি এক ঝুড়ি মাটিও। অথচ, খাতায় কলমে নাকি কাজ হয়ে গিয়েছে। অভিযোগ, মোটা টাকা ঢুকেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর পকেটে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে একশো দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। যদিও তা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। ঘটনাটি নদিয়ার ধুবলিয়ার।  প্রায় দশ বছর! অবহেলায় পড়ে রয়েছে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা। অভিযোগ, এতটুকু সংস্কার হয়নি। অথচ, স্থানীয়দের দাবি, পঞ্চায়েত অফিসের খাতায়, এই রাস্তা তৈরির জন্য নাকি খরচ হয়ে গিয়েছে ১ লক্ষ ৭৩ হাজার টাকা। দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবলিয়া বেলপুকুর পঞ্চায়েত তৃণমূলের দখলে। গ্রামবাসীরা এই পঞ্চায়েতের প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব। যদিও, তাঁরা মানতে নারাজ। তবে তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযোগ অস্বীকার করলেও, তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।