সিটুর ডাকা বনধ্ এ মিশ্র সাড়া শিলিগুড়িতে

শিলিগুড়ি: সিটুর ডাকা বনধ্ এ মিশ্র সাড়া শিলিগুড়িতে।শিলিগুড়িতে আজ সকাল থেকেই বনধ্ এর প্রভাব না থাকলেও রাস্তায় লোকজন একেবারে ছিল না বললেই চলে।শিলিগুড়ির সব কটি মুখ্য রাস্তায় সকাল থেকে গাড়ির দেখা একেবারেই পাওয়া যায় নি বলতে পারা যায়,হিলকার্ড রোড,সেবক রোড এবং বর্ধমান রোডে যান চলাচল একেবারেই ছিল নগন্য।লোকজন সকালে একেবারে ঘর থেকে বের হন নি কোন কাজ ছাড়া।সিটুর ডাকা দুদিনের বনধ্ এ সবচাইতে বেশী প্রভাব পড়েছে ব্যাংক এবং বিদ্যুত দপ্তরের অফিসে।একেবারে গোনা কয়েকজন উপস্থিত হয়েছেন অফিসে।

    এছারাও সকাল থেকে বনধ্ এর ভালো প্রভাব পড়েছে বাজারগুলিতেও।শিলিগুড়ির মুখ্য বাজারগুলিতে একেবারেই ভীড় ছিল না সকাল থেকেই।শিলিগুড়ির তিনটি জনবহুল জায়গা এয়ারপোর্ট,রেল ষ্টেশন এবং বাস টার্মিনার্সেও সকাল থেকেই একেবারে ভীড় ছিল না বলা চলে।অনেকেই দুদিনের বনধ্ এর জন্য আগের থেকেই টিকিট বাতিল করে অন্যদিন যাবার পরিকল্পনা করেছেন।যদিও শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং সভাপতি পাপিয়া ঘোষ দাবী করেছেন এই বনধ্ এর প্রভাব শিলিগুড়ির মানুষের মধ্যে পড়বে না,তবুও সকাল থেকে বনধ্ এর গতিপ্রকৃতি দেখে মিশ্র আভাস পাওয়া যাচ্ছে বনধ্ নিয়ে চলার।