|
---|
হামিম হোসেন মণ্ডল : করোনা বিধিনিষেধ মেনে আজ সাধারণতন্ত্রের দিন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমি আশ্রিত অন্তরীণ সাহিত্য অনুশীলণের উদ্যোগে সাহিত্য বন্ধু সোমনাথ নাগের ব্যবস্থাপনায় কলকাতায় যুথিকা সাহিত্য পত্রিকার দপ্তরে সুভাষচন্দ্র নাগ স্মৃতি সভাহলে কবি সম্মেলন অনুষ্ঠিত হলো।অনুষ্ঠানে ১৮ জন কবি-সাহিত্যিককে স্বর্গীয় নন্দলাল দাস স্মৃতি সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সকল কবি স্বরচিত কবিতা পাঠে অংশ নেন, তাদের হাতে পদক, শংসাপত্র ও পত্রিকা তুলে দেওয়া হয়। এইদিন অন্তরীণ সাহিত্য অনুশীলনের মুখপত্র অন্তরীণ সাহিত্য পত্রিকা প্রকাশ করেন সভ্যরা। এছাড়াও ওপার বাংলার কবি দয়াল ফারুকের কাব্যগ্রন্থ ‘যুগের জানোয়ার’, আমেরিকার প্রবাসী বাঙালি কবি শিবানী বিশ্বাসের ‘পরশন’ ও ‘বসন্তোত্তর নবরাগ’ নামের দুটি কাব্যগ্রন্থ এবং এদেশের কবি কালিপদ সরদারের নাট্যকাব্য ‘চিত্রলেখার দাবী’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।
উপস্থিত ছিলেন বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমির চেয়ারম্যান ও পরমাণু কাব্যের উদ্ভাবক কবি সোমনাথ নাগ, প্রধান উপদেষ্টা কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়, সপ্তশব্দক কাব্যশৈলীর প্রবর্তক কবি দেবপ্রসাদ বসু, অন্তরীণের সম্পাদিকা কবি স্বপ্না মুদি প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন পত্রিকার সহ-সম্পাদক কৌশিক মুদি, কবিতা পাঠ করেন মীনাক্ষী রায়। সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ ভৌমিক। তিনি বলেন, পত্রিকা বিক্রির পয়সায় আমরা প্রতি বছর একজন করে দুঃস্থ কবি তথা সাহিত্যিকের ১০০ কপি করে একক একটি বই করে দেবো।