প্রজাতন্ত্র দিবস পালন ও নতুন পরিকল্পনা নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: আজ ২৬ শে জানুয়ারি সারা দেশজুড়ে সরকারি, বেসরকারি ভাবে বিভিন্ন স্থানে জাতীয় পতাকা উত্তোলন সহ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ ভাবে পালিত হয় প্রজাতন্ত্র দিবস ।অনুরূপ ভাবে নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

    সেই সাথে রক্তের সংকট মোচন কিম্বা এলাকার মূমুর্স রোগীদের সাহায্যার্থে রক্তদানে এগিয়ে যাওয়ার সংকল্প সাধনায় নাম নথিভুক্ত করা হয় নাকড়াকোন্দা পঞ্চায়েতের সমস্ত গ্রাম থেকে আগত দুই শতাধিক যুবক যুবতীর। এদিন সকলের রক্তের গ্রুপ নির্নয় করা হয় এক শিবিরের মধ্যে।

    নতুন ভাবনায় ভাবিত নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের এরূপ উদ্যোগ শিবিরে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সব্যসাচী রায়, খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, জেলা যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, শিক্ষক আব্দুর রহমান, সমাজসেবী সেখ জয়নাল, কাঞ্চন দে প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

    একান্ত সাক্ষাৎকারে নাকড়াকোন্দা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্রীমন্ত মুখার্জী বলেন এলাকার সমস্ত গ্রাম থেকে রক্তদানে সক্ষম যুবক যুবতীদের নাম, ঠিকানা,ফোন নম্বর এবং রক্তের গ্রুপ লিপিবদ্ধ নামের তালিকা পার্টি অফিসে টাঙিয়ে রাখা হবে এবং প্রয়োজন অনুসারে রক্তের গ্রুপ অনুযায়ী সেইসব রক্তদাতাদের স্বাস্থ্য কেন্দ্র বা রোগীর কাছে পাঠানো হবে রক্তদান করানোর জন্য।