সাইবার প্রতারণার শিকার হলেন ওষুধ ব্যবসায়ী

শ্রীরামপুর: প্রতিদিন সাইবারক্রাইমের সংখ্যা বাড়ছে। অনেক সচেতন থাকার পরও দেখা যাচ্ছে প্রতারকরা তাদের অভিসন্ধি পূর্ণ করছেন। এবার প্রতারণার শিকার হলেন এক ওষুধ ব্যবসায়ী ।ওষুধ ব্যবসায়ীর নাম মুক্তা মুখার্জি তার দোকান রয়েছে শ্রীরামপুরের শিরিষতলায় ।

    প্রতারকরা প্রথমে তাকে ফোন করে জানায় ফোন পে তে সে ১২০০ টাকা ক্যাশব্যাক পেয়েছে , অ্যাক্টিভ করলেই সে টাকা পেয়ে যাবে। কিন্তু তিনি কোনো কথা না বলে ফোন কেটে। এরপর আবার প্রতারকরা ওষুধ ব্যবসায়ী কে ফোন করে জানায় ৪৫০০ টাকা ট্রান্সফার করা হয়েছে , তিনি যেন টাকা ফেরত দেন। তখন মুক্তা দেবী জানান তিনি অনলাইন ট্রানজেকশন করবেন না। দোকানে এসে যেন তারা টাকা নিয়ে যায়। এরই মাঝে তিনি দেখেন তার মোবাইলে মেসেজ এসেছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮০০০ টাকা কেটে নেওয়া হয়েছে। তখন তিনি তাদের কাছে টাকা ফেরত চান। এরপর প্রতারকরা তাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে এবং জানায় মোবাইল অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করলে সে টাকা ফেরত পেয়ে যাবে। মুক্তা দেবী তাদের কথামতো মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন । এরপর তিনি দেখেন তার মোবাইলে মেসেজ এসেছে। মোট ৯৮০০০ টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে। ঘটনার সত্যতা জানতে তিনি শ্রীরামপুরের ব্যাঙ্ক ম্যানেজার কে ফোন করেন । এর পরে তিনি তাঁর ব্যাংক একাউন্ট থেকে ৯৮০০০ টাকা খোয়া গেছে। এরপর তিনি স্থানীয় থানায় এবং সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।