ভোট আসতেই শিলিগুড়িতে বাড়ছে যানযটের সমস্যা

শিলিগুড়ি: ভোট আসতেই শিলিগুড়িতে বাড়ছে যানযটের সমস্যা শিলিগুড়ির নানান এলাকি থেকে চলে আসছে বহু অপরিচিত মানুষ।যাদের উদ্দেশ্যই হল শিলিগুড়িতে ভোটের সময় থেকে বিভিন্ন দলের হয়ে প্রচার করা।শিলিগুড়িতে ভোট এবং ভোটের পরবর্তী সময়ে যাতে কোন হিংসা না ছড়িয়ে পড়ে সেটাও খতিয়ে দেখতে নামছে আধা সামরিক বাহিনী।যাদের গাড়ি এবং অন্যান্য যানবাহন শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে।এর উপরে কলকাতা এবং তার আশেপাশের এলাকা থেকে আসছেন প্রচুর মানুষ।এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বিভাগের নেতারাও আছেন।

    এমনিতেই শিলিগুড়িকে যানযটপূর্ন এলাকা বলে সকলেই।তার উপরে এই পুরভোটের সময় বাইরে থেকে আসা বিভিন্ন নেতারা নানান ধরনের গাড়ি করে এসে পৌছিয়ে গেছেন।তাদের রাখা গাড়িই যানযটের সৃষ্টি করছে বলে অভিযোগ।যদিও এই বিষয়ে গৌতম দেব কিংবা পাপিয়া ঘোষ কোন মন্তব্য করতে চান নি।তবে এই ব্যাপারে আগামীএক দুদিনের মধ্যে নির্দেশ আসতে পারে উপরমহল থেকে।