|
---|
শিলিগুড়ি: আজ শিলিগুড়িতে প্রজাতন্ত্র দিবস পালন করা হল নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই পালিত হল এই প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান। শিলিগুড়ির 14নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত। সঙ্গে ছিলেন বর্তমান প্রেসিডেন্ট কমল কর্মকার এবং প্রাক্তন ওয়ার্ড সেক্রেটারি বিশ্বময় ঘোষ।
আজ সকালে শিলিগুড়ির 14নং ওয়ার্ডে পতাকা উত্তোলন করেন এবং তাৎক্ষনিক বক্তব্য রাখেন বর্তমান প্রার্থী শ্রাবনী দত্ত।সঙ্গে উপস্থিত ছিলেন 14নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা। পুরভোটের আগে শিলিগুড়িতে প্রায় প্রতিটি দলই আজ প্রজাতন্ত্র দিবসের আয়োজন করে মহাসমারোহে। শিলিগুড়িতে তৃণমূলের মুল অফিসে বক্তব্যে রাখেন পাপিয়া ঘোষ এবং অন্যান্যরা।