শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই দৌড়িয়ে চলেছেন পাপিয়া ঘোষ

শিলিগুড়ি: দৌড়েই চলেছেন সভাপতি।তৃনমুল কংগ্রেসের প্রতিটি ওয়ার্ডেই।শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসকে এক নতুন মাত্রা দিচ্ছেন পাপিয়া ঘোষ।শিলিগুড়ির 47টি ওয়ার্ডেই দৌড়িয়ে চলেছেন দার্জিলিং জেলা সভাপতি।সে যে প্রার্থীই হোক না কেন পাপিয়া ঘোষ কিন্তুু সব রাজনৈতিক দলের কাছ থেকেই সন্মান আদায় করতে পেরেছেন।

    রবীন্দ্রনাথ তনয়া পাপিয়া ঘোষ বাবার কাছ থেকেই রাজনীতি শিখেছেন,এবং অতি সহজেই কিন্তুু শিলিগুড়ির মতন একটা জায়গাকে একটা সহজ জায়গায় আনতে সফল হয়েছেন।কম কথা বলেন কিন্তুু কাজ বেশী করেন।পাপিয়া ঘোষের সন্মন্ধে এই কথাই প্রচার আছে।একদিকে কঠিন এবং অন্যদিকে সহজ এই দুপিঠ নিয়েই চলছেন বর্তমান তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি।এসেই বুঝতে পেরেছিলেন শিলিগুড়ির বেঠিক জায়গাকে সঠিকভাবে আনতে কঠোর পরিশ্রম করতে হবে।আজ তিন মাস পরে তিনি সেই কাজটিই করে ফেলতে সফল হয়েছেন,গৌতম দেব অসুস্থ থাকায় বেশী ঘুরতে পারছেন না,পাপিয়া ঘোষ কিন্তুু সেই কাজটা সফলভাবে করে ফেলেছেন।আগামী 15ই ফেব্রুয়ারি যদি তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি দখল করতে পারে তবে পাপিয়া ঘোষের বিশাল জয় হবে এতে কোন সন্দেহ নেই।