|
---|
দেবজিৎ মুখার্জি, ঝাড়গ্রাম: “হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি” বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মিসভার মঞ্চ থেকে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লাগাতার সিবিআইকে কাজে লাগানোর বিষয় তিনি বলেন “বিজেপি পার্টি আজ তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। কারও আজকে বেঁচে থাকার অধিকার নেই। স্বাধীনতার অধিকার নেই। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে। যত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিজেপির লোক ছাড়া কেউ যাবে না।”
তিনি আরো বলেন “গায়ের জোরে জুলুম করে বিজেপি যদি মনে তৃণমূলকে স্তব্দ করবে, তবে পারবে না। কারণ, তৃণমূল জব্দ করে, স্তব্ধ হয় না। এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলছে।”