|
---|
দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: তপন কান্দু হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়। এবার হুমকির মুখে তাঁর ছেলে দেব কান্দু।
শনিবার সকালে দেব বাজার যাওয়ার সময় এক তৃণমূল কর্মী ভীম তিওয়ারি তাকে বিপদের হুমকি দেয়। এরপর আর ঝুঁকি না নিয়ে দেব ঝালদা থানায় অভিযোগ দায়ের করে নিরাপত্তার আবেদন জানিয়েছে। শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, তপন কান্দুর মৃত্যুর পর তাঁর স্ত্রী পূর্ণিমা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, তাতে ভীমের নাম ছিল। এর আগে তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের গঠিত সিট বেশ কয়েকবার ভীমকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। পরে সিবিআইয়ের তলবও পেয়েছিলেন ভীম।