|
---|
বামনগোলা, ১৭ নভেম্বর: উপপ্রধানকে পদ থেকে অপসারন করার পরেই এবার ডিগবাজি খেল ওই পঞ্চায়েতের বিজেপির প্রধান। ব্লকের সভাপতি সহ সভাপতির হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ার পরেই পঞ্চায়েত হাত ছাড়া হল বিজেপির। বিজেপির গড় বলে পরিচিত মালদহের বামনগোলা ব্লকের সবকটি পঞ্চায়েত দখল নিল তৃণমূল। পঞ্চায়েত দখল নিয়ে কটুক্তি করতে ছাড়েননি বিজেপি। যোগদান নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা চরমে মালদহের বামনগোলায়।
জানা যায়, বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের মোট সদস্যের আসন সংখ্যা ১৫ যায় মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ছিল ৮ এবং তৃণমূলের আসন সংখ্যা ছিল ৭টি। যায় মধ্যে তৃণমূলের এক জন সদস্য মারা যাওয়ার ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৬জন। এর পরেই বিজেপির দুই সদস্য তৃণমূলে যোগ দেওয়ার ফলে তৃণমূলের মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ৮ জন এবং বিজেপির সদস্য সংখ্যা দাঁড়ায় ৬ জন । সম্প্রীতি ওই আট জন সদস্য ওই পঞ্চায়েতে উপপ্রধান হিরামনী মার্ডির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আস্থা হারিয়ে অনস্থা নিয়ে আসে তৃণমূলের সদস্যরা। আস্থা ভোটে উপপ্রধান হিরামানি মার্ডিকে অপসারণ করা হয়। উপপ্রধানকে অপসারণ করার পর সপ্তাহ খানিক পার হতে না হতেই ওই পঞ্চায়েতে বিজেপির প্রধান প্রতিমা মন্ডল সহ আরও তিন বিজেপির সদস্য এদিন আনুষ্ঠানিকভাবে একটি বেসরকারি আবাসনে ব্লক নেতৃত্তের হাত ধরে তৃণমূলে প্রবেশ করার পরেই ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে হাতছাড়া হয় বিজেপির। বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মোট আসন সংখ্যা ১০ বিজেপির ৪। যদিও এদিন ওই যোগদান ও তৃণমূলের পঞ্চায়েত দখল নিয়ে বিজেপির ব্লক সভাপতির অভিযোগ ভয় দেখিয়ে পঞ্চায়েত গুলো তৃণমূল দখল করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণ আবার তা প্রমাণ দিয়ে দিবে।