|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: আমার নাম তোমার নাম আনিস খান আনিস খান’ শ্লোগান তুলে হাওড়ার আমতা থানার ছাত্রনেতা আনিস খাঁনের খুনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবি ও সিবিআই তদন্ত চেয়ে আজ বৈকালে বশরআলী আল আমিন মিল্লি মিশনের প্রায় দুইশত প্রতিবাদী কণ্ঠ ছাত্র সহ এলাকার সাধারণ মানুষের হাতে আনিস খানের ছবি নিয়ে রাস্তায় নেমে ধিক্কার মিছিলে সামিল হন।
এদিন বশরআলী মিল্লি মিশনে জমায়েত হয়।সেখান থেকে হোটুগঞ্জ গোল পার্ক মোড় হয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে ঐ খান থেকে ডাক্তারের মোর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে হাঁটেন।সেখানে প্রায় একঘণ্টা ধরে চলে বিক্ষোভ মিছিল I পাশাপাশি ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়ক হটুগঞ্জ মোড় এলাকায় অবরোধ করেন কিছুক্ষন এর জন্য,এলাকায় ট্রাফিক পুলিশের তৎপরতায় তার পরই অবরোধ তুলে নেয় I স্থানীয় সূত্রে জানা যায় বসরআলী মিল্লী মিশনের উদ্যোগে এবং কাজী আব্দুল গাফফার ও আব্দুল হালিম ঘরামীর প্রচেষ্টায় এদিনের ওই কর্মসূচি হয় বলে জানা যায় I কাজী আব্দুল গাফফার তিনি বলেন আনিস খানের হত্যার ন্যায় বিচার ও সিবিআই তদন্তের দাবিতে বিক্ষোভ হয়েছে I আনিস এর পরিবার ন্যায় বিচার না পেলে পরবর্তীতে এখানে এর থেকেও বৃহত্তর আন্দোলন বিক্ষোভ মিছিল করা হবে I