|
---|
এস.আই.ও-র ইচ্ছাখালি ইউনিটের উদ্যোগে পরীক্ষা প্রস্তুতি শিবির
মোসাররাফ হোসেন , রঘুনাথগঞ্জ : এস.আই.ও তথা স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশনের ইচ্ছাখালি ইউনিটের উদ্যোগে আই.সি.আর হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো মাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষা ২০২২ এর পরীক্ষা প্রস্তুতি শিবির ৷আয়োজক সংগঠন এস.আই.ও-র পক্ষ থেকে উক্ত শিবিরের ব্যবস্থাপনা করেন উত্তর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক কালচারাল সেক্রেটারি মিনহাজুদ্দিন আব্দুল্লাহ ৷ এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ ব্লক অর্গানেজেসন সেক্রেটারি রোহিত শেখ, ক্যাম্পাস সেক্রেটারি সাঈদ আফ্রিদি, ইচ্ছাখালি ইউনিট প্রেসিডেন্ট সাকিরুল ইসলাম,ইউনিট সেক্রেটারি মিনারুল সেখ ৷ এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর হাই স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান , আই.সি.আর হাই মাদ্রাসা (উঃমাঃ) র পদার্থবিদ্যার সহকারী শিক্ষক মহঃ ওয়াসিকুল ইসলাম এবং বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন। এছাড়াও অন্যান্য বিষয়ের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিজ নিজ বিষয়ে সুচারুরূপে আলোচনা সম্পন্ন করেন ৷ কাটাখালি পুঠিয়া উচ্চ বিদ্যালয় (উ. মা.), রৌশনআরা হাই স্কুল, আই.সি.আর হাই মাদ্রাসা (উ. মা.) থেকে প্রায় ২০০ পরীক্ষার্থী এই মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করে ৷ এস.আই.ও-র উত্তর মুর্শিদাবাদ জেলা শাখার কালচারাল সেক্রেটারি মিনহাজুদ্দিন আব্দুল্লাহ বলেন, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত ভয়ভীতি দূর এবং পরীক্ষায় কীভাবে ভালো ফল করা যায়, তার সুন্দর রূপরেখা তুলে ধরতে এই পরীক্ষা প্রস্তুতি শিবিরের আয়োজন ৷ আজকের এই প্রস্তুতি শিবিরে উপস্থিত সকল পরীক্ষার্থীদের ‘পরীক্ষা প্রস্তুতি টিপস্ ‘ নামক গাইড বুক প্রদান করা হয় এবং প্রশিক্ষক মহাশয়দের হাতেও দুটি করে বই উপহার হিসেবে প্রদান করা হয় ৷