|
---|
বাইজিদ মণ্ডল :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল এর পক্ষ থেকে, সীতাকুণ্ড হাই স্কুল প্রাঙ্গণে জেলার তৃণমূল কংগ্রেস এর সংখ্যালঘু সেলের নেটিতদের নিয়ে এদিন সকাল ১০ টা থেকে এক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।এই জেলা সম্মেলন এ উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ ও যাদবপুর এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস এর সভাপতি শুভাশিস চক্রবর্ত্তী, আহ্বায়ক দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাসেম রসুলি, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস, INTTUC র সভাপতি শক্তিপদ মণ্ডল,বিধায়ক বারুপুর পূর্বের বিভাস সরকার, এছাড়া উপস্থিত হয়ে ছিলেন মথুরাপুর ২নম্বর ব্লকের মাইনরিটি সেলের সেক্রেটারি হাবীবুল্লাহ দপ্তরী সহ আরো অন্যান্য নেতৃত্ব বৃন্দ ।এই জেলা সম্মেলন এ কয়েক হাজার তৃণমূল কংগ্রেস এর সংখ্যালঘু সেলের কর্মী সমর্থক উপস্থিত হয়ে ছিলেন।