|
---|
রাহুল রায়,পর্ব বর্ধমানঃ জানকুলি জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে বনবিবিতলা প্রাথমিক বিদ্যালয় ও বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হল। বর্তমান সময়ে পৃথিবী জল সংকটের মুখে। প্রতিনিয়ত বেড়ে চলেছে পৃথিবীর উষ্ণতা। সেই কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল চারা গাছ। এই শিক্ষক দিবস কে সবুজ শিক্ষক দিবস রূপে পালন করা হল। শিক্ষক-শিক্ষিকাদের হাতে পেনের পরিবর্তে তুলে দেওয়া হল সবুজ চারাগাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানকুলি কমিটির আহ্বয়ক সেখ জিয়ারুল রহমান গ্রামের সদস্যা শ্যামলী বিশ্বাস ও জয় হিন্দ বাহিনীর সকল সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকগন।