|
---|
নিজস্ব প্রতিবেদন:- আজ সকালে জলপাইগুড়ির তেইশ নং ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে পতাকা ছেড়ার অভিযোগ আনল সিপিএম।ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্চিতা পঞ্চানন অভিযোগ আনেন রাতের বেলায় এসে তাদের দলীয় পতাকা খুলে নিয়ে চলে যাচ্ছে তৃণমূলের ছেলেরা।তিনি অভিযোগ করেন বেশ কয়েকদিন ধরেই তাদের দলীয় পতাকা কে বা কারা ছিড়ে দিয়ে যাচ্ছিল।তিনি আজ অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের ছেলেরাই এই কাজ করছে।তিনি আরো অভিযোগ করেন তৃণমূলের সমর্থকেরা বাড়িতে বাড়িতে গিয়ে তার নামে অপপ্রচার করে তাকে যেন কেউ ভোট না দেয় এই শাসানি দিচ্ছে।ওয়ার্ডে সিপিএমের অবস্থা ভালো থাকায় তাকে হারানোর জন্য উঠেপড়ে লেগেছে বর্তমান শাসক দল।তিনি জানান এই ওয়ার্ড থেকে তিনি জিতবেন এই ধারনা তৃণমূল কংগ্রেসের মাথায় ঢুকে গেছে তাই তাকে হারানোর একটা চেষ্টা করে চলেছে তৃণমূল।অন্যদিকে এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা বলে জানিয়েছে তৃণমূল।তৃনমুল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি জানান গোটা বাংলায় যেখানে তৃণমূল,সেখানে একটা ওয়ার্ড নিয়ে তারা এত ভাববেন কেন,তারা এমনিতেই জীতবে,সিপিএম প্রার্থী ওই ওয়ার্ডের মানুষের দৃষ্টি আকর্ষন করবার জন্যই এই কাজ করছেন বলে জানান তিনি।