|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বন্যা দুর্গতদের হাতে এতদিন সরকার বা বেসরকারি সংস্থার সদস্যরা ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে।শুক্রবার উত্তর দিনাজপুর জেলা বিজেপি দলের পক্ষ থেকে এক অভিনব প্রয়াস নেওয়া হল যা আগে কখনো দেখা যায়নি।শুক্রবার রায়গঞ্জের ৯নম্বর গৌরীপুর অঞ্চলে বিজেপি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধূরীর হাত দিয়ে গ্রাম বাসীদের হাতে ৫টি নুতন নৌকা তুলে দিলে গ্রাম বাসীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।গ্রাম বাসীরা বলেন আমাদের এই এলাকায় প্রতিবছর বন্যা আমাদের সর্বশান্ত করে দেয়।বিশেষ করে বন্যায় গ্রাম বাসীদের সরিয়ে নেবার জন্য কোন নৌকা ছিলনা।
সরকার কখন নৌকা আনবে তার উপর আমাদের ভরসা করে থাকার ফলে প্রচন্ড বিপদের মধ্যে প্ৰতি বছর পড়তে হয়।এবার আর সরকারের উপর নির্ভর করে আমাদের গ্রামের মানুষদের থাকতে হবেনা।চরম বিপদের হাত থেকে আমাদের মন্ত্রী দেবশ্রী চৌধুরী উদ্ধার করলেন।আমরা গ্রাম বাসীরা আজকের দিনটিকে সব সময় মনে রাখবো।মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন উত্তর দিনাজপুর জেলার প্রসাশন বন্যা দুর্গতদের জন্য কোন কাজ করেনি।বৃষ্টির হয়ে যাবার তিনমাস পরেও গ্রাম থেকে জল সরানোর কোন ব্যবস্থা নেই।গ্রাম বাসীদের যাতায়াতের কোন রকম ব্যবস্থ্যা নেই।মানুষগুলো কি অসুবিধার মধ্যে আছে তার সমস্যা সমাধানে কোন ব্যবস্থা নেই। গ্রাম বাসীরা আমাদের জানায় তাদের ত্রাণের আগে যাতায়াতের জন্য প্রয়োজন নৌকার।আমরা জজ গৌরী পুর গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথ কমিটির হাতে পাঁচটি নৌকা তুলে দিলাম।প্রয়োজনে অন্যান্য গ্রাম পাঁচয়েতেও আমরা নৌকা দেবার ব্যবস্থা করবো বলে জানান। বিজেপির নৌকা বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ছাড়াও জেলার বিশিষ্ট নেতৃবৃন্দগন।