|
---|
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম: রামপুরহাটের বগটুই গ্রামে সম্প্রতি যে বর্বর, নারকীয় ঘটনা সংঘটিত হয়েছে তাতে সমগ্র দেশের মানুষ শিহরিত হয়েছেন।এই ভয়াবহতার বিরুদ্ধে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তি, মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, প্রাণের তাগিদে যারা বিভিন্ন গ্রামে চলে যেতে বাধ্য বা আশ্রয়হীন হয়ে পড়েছেন, তাদের নিরাপদ পরিবেশ সৃষ্টি করে গ্রামে ফিরিয়ে আনা। প্রশাসনের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে বীরভূম জেলা এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সিউড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয়।পরে সংগঠনের।
জেলা সম্পাদক মদন ঘটকের নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি তুলে দেন।