|
---|
পূর্ব মেদিনীপুর: মন্দারমনিতে পঞ্চাশটি হোটেল এবং রিসোর্ট বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। জাতীয় আদালত পরিষদ থেকে বারে বারে নির্দিষ্ট নির্দেশ করার কথা বলা হলেও হোটেলগুলো মানেনি। সেই কারণে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মন্দারমনি তে পঞ্চাশটি হোটেল এবং রিসোর্ট বন্ধের নির্দেশ দিয়েছে।
গত বছর এই হোটেল গুলি পরিদর্শন করা হয় এবং হোটেল গুলির মালিকদের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্বন্ধে যাবতীয় তথ্য দেওয়া হয়। কিন্তু তারপরও দেখা গিয়েছে সংশ্লিষ্ট হোটেল এবং রিসোর্ট গুলি কোনো নির্দেশিকার মানেনি। গত ডিসেম্বর মাসে শোকজ করা হয়েছিল হোটেলগুলো। কিন্তু এর পরও দেখা গিয়েছে নির্দিষ্ট বিষয় সম্পর্কে উদাসীন তারা। এবার পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ কোস্টাল থানার ওসিকে নির্দেশ দিয়েছে অবিলম্বে হোটেল এবং রিসোর্ট গুলি বন্ধ হোক।