গজলডোবায় তিস্তা ক্যানেলের দুই প্রান্তে দুটি দাতাল, এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন পর্যটকরা

জলপাইগুড়ি: গজলডোবায় তিস্তা ক্যানেলের দুই প্রান্তে দুটি দাতাল, এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন পর্যটকরা।

    গজলডোবার সাব তিস্তা ক্যানেল এর দুই পাশে দুটি দাঁতাল দাঁড়িয়ে রয়েছে। একটি দাঁতাল চাইছে অপরপ্রান্তের জঙ্গলে প্রবেশ করতে। অন্যটি চাইছে তাকে বাধা দিতে। অনেক পর্যটক এই দৃশ্য ক্যামেরাবন্দী করেন এদিন।

    গজলডোবা অন্যতম পর্যটন কেন্দ্র বলে পরিচিত। শিলিগুড়ি থেকে সড়কপথে ঘন্টা দুয়েক লাগে। গজলডোবা জলপাইগুড়ি জেলায় অবস্থিত।

    প্রত্যেকটি হাতির দলে একটি করে দাতাল থাকে। লড়াইয়ের যাবতীয় দায়িত্ব পরিচালনা করা তার দায়িত্ব। তবে হাতির দলের যাবতীয় কার্যকলাপের জন্য করার দায়িত্ব মহিলা হাতের উপর থাকে। অনেক সময় এলাকা দখলের জন্য দুটি দলের দাতাল এর মধ্যে সংঘর্ষ হয়ে থাকে। অনেক সময় আবার সঙ্গিনীর কারণে সংঘর্ষ বাধে।

    এদিন গজলডোবা সাব ক্যানেলের উভয় প্রান্তে দুটি দাতাল অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। পরস্পর পরস্পরকে মেপে দেখছিল। বেশ কিছুক্ষণ পর অনুপ্রবেশকারী দাতাল তার সঙ্গী সাথীদের নিয়ে অন্যত্র চলে যায়।বহু পর্যটক এই সূযোগকে হাত ছাড়া করতে চান নি,প্রথমে মোবাইল এবং ক্যামেরা বন্দী করেন তারা এই দৃশ্যটি।উৎসাহ দেখতে পাওয়া যায় স্থানীয় মানুষদের মধ্যেও।তারাও এই দৃশ্য উপভোগ করতে থাকেন তাড়িয়ে তাড়িয়ে।