|
---|
নতুন গতি প্রতিবেদক : ঘুটিয়ারি শরিফ সৈয়দ শাহ গাজী মোবারক নাসরুল উলুম সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনের আজ মনোনয়নপত্র জমা করলো শাসক দল। বিরোধী শুন্য।
উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক মাননীয় সওকাত মোল্লা মহাশয় এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক মাননীয় পরেশ রাম দাস মহাশয়। এবং দুই ব্লকের বহু অঞ্চল প্রধান, উপ প্রধান, কর্মদক্ষ সহ তৃণমূল কংগ্রেসের নানা পদাধিকারী ব্যক্তিগণ।
সমস্ত কর্মকান্ডটি পরিচালনা করেন নারায়ণপুর অঞ্চল প্রধান সভাপতি মাননীয় সালাউদ্দিন সরদার মহাশয়। সহযোগিতায় মাননীয় মোশারফ লস্কর, সাইদুল সেখ, মিলন মন্ডল, সুপর্না সরদার, আমিরুল লস্কর প্রমূখ।