এই মূহুর্তে লোডশেডিংয়ে নাজেহাল থেকে একটু স্বস্তি কুলতলী বাসীর

এই মূহুর্তে লোডশেডিংয়ে নাজেহাল থেকে একটু স্বস্তি কুলতলী বাসীর

     

    বাবলু হাসান লস্কর, নতুন গতি, দক্ষিণ ২৪ পরগনা : গ্রীষ্মকাল পড়ায় কুলতলীতে প্রতিনিয়ত লোডশেডিং বেড়েই চলেছে, আর এতেই নাভিশ্বাসে এলাকাবাসী। বিশেষ করে অতিরিক্ত পরিমানে ইদুর মারার জন্য খেতে ইলেকট্রিক সংযোগ করায় ও সাবমারসিবল পাম্প চালিয়ে ধান ক্ষেতে জল দেয়ায় অধিক মাত্রায় বিদুৎ বিভ্রাটের কারণ বলে মনে করছেন স্থানীয়রা । বিশেষ করে দীর্ঘদিন ধরে বৃষ্টি না হয়ায় জলের স্তর অনেক নিচে নেমে গেছে । তার উপর অধিক মাত্রায় গরমের জন্য খেতে অধিক মাত্রায় জল দেওয়ায় , জলস্তর নিচে নামতে নামতে তলানিতে থেকেছে । সেই জল তুলতে খুবই অসুবিধায় পড়েছে এলাকাবাসী। একবার বিদ্যুৎ চলে গেলে তা আসার নাম দেখা মেলা ভার। কুলতলিতে WBSEDCL এর একটি মাত্র পাওয়ার হাউস। এর ক্ষমতা 6.3,MVA+10 MVA দৈনিক 16 লক্ষ 30000 বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এখান থেকে বিদ্যুৎ সরবরাহ হয় কুলতলির মইপিট বৈকুন্ঠপুর, গুড়গুড়িয়া ভুবনেশ্বরী, দেউলবাড়ী দেবিপুর , জালাবেরিয়া এক জালাবেরিয়া ২, কুন্দখালি, গোপালগঞ্জ ,নলগোড়া,চুপড়িঝাড়া,মনিরতট,বাইশহাটা,গড়দেয়ানি অঞ্চল গুলিতে। কুলতলিতে এই মুহূর্তে ৬৩ হাজারের অধিক কনজিউমার আছে আর এই সমস্ত পরিবারগুলি প্রতিদিন ১০০ অধিক ওয়ার্ড বিদ্যুৎ লাগে। আজ WBSEDCLএর কর্মচারী দের অক্লান্ত পরিশ্রমে 6.3MVA ট্রান্সফর্মার লাগানো হচ্ছে যার ফলে অনেক পরিমানে কমবে লো ভোল্টেজ ও লোডশেডিং। সাধারণ মানুষ 10MVAও দুটি 6.3MVA ট্রান্সফরমার দৈনিক বিদ্যুৎ সরবরাহ হবে ২২ লক্ষ ৬০ হাজার ওয়াট । আর কুলতলিতে এই মুহূর্তে ৬৩ হাজারের অধিক কনজিউমার ।একটি পরিবারের প্রতিনিয়ত এক শত- অবধি ওয়ার্ড বিদ্যুতের প্রয়োজন, আর সেক্ষেত্রে এই মূহুর্তে বিদুৎ সরবরাহের পরিমাণ ৩৫ ওয়াট, বাকি ওয়ার্ড এর জন্য লোডশেডিং লেগেই থাকে। আর এই সমস্যার সমাধানে কুলতলী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে বারবার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো পর আজ 6.3 MVA একটি ট্রান্সফরমার কুলতলী পাওয়ার হাউসে বসানো হয়েছে। আগামী দিনে আরেকটি ট্রেন 10MVA ট্রান্সফর্মার কুলতলিতে লাগে , কুলতলী বাসী স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে।।